আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
আড়াইহাজার থানার ধ্বংসস্তূপ পরিদর্শনে নবাগত এসপি
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
গত ৫ আগস্ট সরকার পতনের দিনে জনরোষে আড়াইহাজার থানায় অগ্নিসংযোগে ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। শনিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি থানা পরিদর্শনে আসেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ। এসময় পুলিশ সুপার থানা ভবনের ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন মালামাল ও ওসির বাস-ভবনসহ পুলিশ সদস্যদের থাকার সরকারি কোয়ার্টার ও থানা কার্যালয়ের ক্ষতিগ্রস্ত মূল ভবনগুলো পরিদর্শন করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মার্মা এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) হাবিবুর রহমান তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত থানা ভবনের সংস্কার, পুলিশের ভেঙ্গে পড়া মনোবল চাঙ্গা করে পুলিশকে পুনরায় আগের মত দায়িত্বে ও কর্ম নিষ্ঠায় ফিরিয়ে আনার চেষ্টা করাই আমার এ পরিদর্শনের উদ্দেশ্য। তিনি আরও বলেন, যারা থানা ভবনকে ক্ষতিগ্রস্ত করে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি লুটপাট করেছেন তাদের বিষয়ে যে মামলা হয়েছে ওই মামলায় তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.