বিশেষ প্রতিনিধি
আ.লীগ সরকারের পতনের সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় শুরু হয়েছে হামলা-মামলা। চর দখলের মতো মানুষের ব্যবসা বানিজ্য দখল। শুরু হয়েছে একের পর এক মামলা। এদিকে পদধারী আ.লীগ নেতা-কর্মী হামলা-মামলা থেকে বাঁচতে গা ঢাকা দিলেও কিছু হাইব্রীড নেতা রাতারাতি বোলপাল্টে বিএনপি নেতাকর্মীদের সাথে মিশে নতুন করে আবারো অপকর্ম শুরু করেছে। অনেকে আবার বিএনপি নেতাদের ব্যবসা, টাকা ইত্যাদি সুবিধা দিয়ে কোন রকমে জীবন বাঁচিয়ে চলছে। এদিকে বিএনপি নেতারা মামলায় আ.লীগ নেতাকর্মী সমর্থকদের নাম দেয়া এবং নাম কেটে দেয়ার কথা বলে নিরবে আ.লীগ নেতাকর্মীদের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে আবার গার্মেন্টস ফ্যাস্টরী দখল নিয়ে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। এক এলাকা থেকে অন্য এলাকায় এসে দিচ্ছে মহড়া এবং গার্মেন্টেসের ঝুটি ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিএনপি’র মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। যেখানে একাধিক বিএনপি নেতা আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এক কাউন্সিলর আরেক কাউন্সিলরের অফিস, ব্যবসা দখল করে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সিদ্ধিরগঞ্জের এই বর্তমার পরিস্থিতি নিয়ে কথা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি জিএম সাদরিল ওরফে গোলাম মোহাম্মদ সাদরিল এর সাথে। এ ব্যাপারে তিনি বলেন, আমি বা আমার কোন কর্মী রাজনৈতিক দল বা ব্যাক্তির পরিচয় কোন প্রকার অনৈতিক চাঁদাবাজি বা দখলবাজিতে সম্পৃক্ত নয়। দেশের আইনের শাসন এর প্রতি শ্রদ্ধা রেখে আমি এবং আমার এলাকার জনগণ মিলে চাঁদাবাজ, দখলবাজ প্রতিহত করার প্রত্যয় নিয়ে কাজ করছি এবং আমৃত্যু দেশ এবং জনগণের কল্যানে কাজ করে যাবার ঘোষণা দিচ্ছি। তিনি আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পূর্বের ন্যায় আমার এলাকার জনগণের স্বার্থে নিরলস ভাবে সকলের সাথে মিলে সামাজিক কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যম আমাকে নিয়ে কিছু ভ্রান্ত অভিযোগে মিথ্যা তথ্য প্রচার করছেন। যা সম্পুর্ণ উদ্দেশ্য প্রনোদিত। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। অপকর্মকারীরা দলের ও তার পরিবারের কেউ না জানিয়ে কাউন্সিলর সাদরিল বলেন, বর্তমানে যারাই আমি এবং আমার পরিবারের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং দলের সুনাম ক্ষুন্ন করছে তাদের প্রশাসনের হাতে তুলে দেয়া জন্য সবার প্রতি অনুরোধ আমার। আমরা স্বচ্ছ রাজনীতি করি কোন হামলা ও প্রতিহিংসার রাজনীতি আমি পছন্দ করি না।