দৈনিক জনদর্পণ পত্রিকার প্রকাশক মোঃ আশ্রাফ উদ্দিনের শাশুড়ি রুনা বেগম চিটাগাং রোড পাওয়ার হাউজের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পো অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইউকে এর প্রচার সম্পাদক মোর্শেদ আলম জীবন মরহুমার (তার বড় বোন) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। তিনি এক শোকবার্তায় মরহুমার জন্য সবার কাছে দোয়া ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।