বিনোদন রিপোর্ট
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পাল্টে গেছে রাজনৈতিক সমীকরণ। অন্তর্বর্তীকালীন সরকার হাল ধরেছে দেশ সংস্কারের। এর পরই ভয়াল বন্যার হানা। দুর্গতদের সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছিল সর্বস্তরের মানুষ। লম্বা সময় যেন অবাক স্থবিরতা নেমে এসেছিলো এই ভূখণ্ডে। সবার প্রচেষ্টায় একটু একটু করে স্বাভাবিক হতে চলেছে সার্বিক পরিস্থিতি।
এবার বিষণ্ণ ও স্থবির জন-জীবনে চঞ্চলতা ফেরানোর লক্ষ্যে নতুন কনটেন্ট মুক্তিতে ফিরছে দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। রাজনীতির পালা বদল আর প্রাকৃতিক দুর্যোগের পর যখন স্থবির বিনোদন জগৎ, তখন শিল্পের গতি ফেরাতেই কনটেন্ট মুক্তির সাহসটা দেখালো চরকি। এমনটাই মনে করেন প্রতিষ্ঠানটির সিইও রেদওয়ান রনি।
‘ফরগেট মি নট’ নির্মাতা রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ মুক্তি পেয়েছে। দুটি কনটেন্টেই প্রশংসা পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করেন তিনি।
মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে আছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।
সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। বোঝাই যাচ্ছে, সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এতে। এই মন্ত্রণালয় থেকে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এগুলো যেমন দর্শকরা পছন্দ করেছে, ‘ফরগেট মি নট’ও দর্শকদের চাহিদা মেটাবে বলে আশা চরকি কর্তৃপক্ষের।