আজ
|| ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক
সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ হয়ে থাকছেন। কখনো সোশ্যাল মিডিয়া, কখনো নাটক-সিমেনা দেখা, কিংবা বই পড়া। এখন সহ কিছুই হচ্ছে স্মার্টফোনে। হাতে থাকা স্মার্টফোন দিয়েই বাসার বিদ্যুৎ, গ্যাসের বিল দিতে পারছেন ঘরে বসেই। স্মার্টফোনে কাজের শেষ নেই।
তবে বিরক্তিকর ব্যাপার হচ্ছে, স্মার্টফোন ব্যবহারের সময় আসা পপ-আপ বিজ্ঞাপনগুলো। অনলাইনে ব্রাউজ করার সময় অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন এলে খুবই বিরক্ত লাগে। আর এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে।
সহজ উপায়েই আপনার অ্যান্ড্রয়েড ফোনে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন। জেনে নিন উপায়-
স্টক অ্যান্ড্রয়েড ব্রাউজার ব্যবহার করে কাজটি করতে-
>> নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
>> ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে নিতে হবে এবং তাতে ক্লিক করুন।
>> একটি ড্রপ-ডাউন অ্যাপ মেনু ভেসে উঠবে, তারপর ‘সেটিংস’-এ ক্লিক করুন।
>> এরপর ‘অ্যাডভান্সড’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তারপর ‘ব্লক পপ-আপস’ বিকল্পটি পাবেন, তাতে ক্লিক করুন।
ক্রোমে পপ-আপ ব্লক করতে-
>> প্রথমেই ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করুন।
>> উপরের ডান দিকের কোণে থাকা ‘সেটিংস’-এ ক্লিক করুন।
>> এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সাইট সেটিংস’ বিকল্পটি নির্বাচন করুন।
>> এরপর পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ক্লিক করুন।
>> এরপর ‘অ্যালাউড টু সেন্ড পপ-আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস’ বিকল্প খুঁজে নিতে হবে এবং যে সাইটগুলোকে ব্লক করে দিন।
>> সাইটের ডান কোণে থাকা ‘মোর ব্লক’ অপশনে ক্লিক করতে হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.