স্পোর্টস ডেস্ক
সকাল থেকেই রাওয়ালপিন্ডির আকাশ থেকে বর্ষিত হচ্ছিল ভারী বৃষ্টি। যে কারণে দুই ঘণ্টা অপেক্ষা করেও টস করা যায়নি। অবশেষে অতিবৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু দুই ঘণ্টা পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। টস করা ছাড়াই শেষ হয় প্রথম সেশন। এরপরও বৃষ্টি না থামায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
রাওয়ালপিন্ডিতে গত দুই ধরেই বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও সেই বৃষ্টিধারা অব্যাহত ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, দ্বিতীয় টেস্টের দিনগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রমাণও মিললো প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার মাধ্যমে। এর আগে প্রথম টেস্টও বৃষ্টির কবলে পড়েছিল। বৃষ্টির কারণে ওই ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হয়েছিল মধ্যাহ্নবিরতির পর। দ্বিতীয় টেস্টেও বৃষ্টির মাধ্যমে প্রথম টেস্টের প্রথম দিনের স্মৃতিই ফিরে এলো। তবে পার্থক্য হচ্ছে, ওই টেস্টের প্রথম দিনে ৪১ ওভার খেলা হয়েও আজ মাঠে একটি বলও গড়াতে পারেনি।
প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এমনকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ১০ উইকেটে জয় পেল বাংলাদেশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com