আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এ চার সন্তানের জন্ম দেন তিনি। সাদিয়া আক্তার দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের আল আমিনের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, পাঁচ বছর আগে দেলদুয়ার উপজেলার রতনরী গ্রামের লুৎফর রহমানের মেয়ে সাদিয়া আক্তারের সঙ্গে একই উপজেলার বর্ণী গ্রামের অটোচালক আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর এ গৃহবধূ প্রথম চার পুত্র সন্তানের জন্ম দেন। প্রসব জনিত কারণে ১৪ আগস্ট তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। এদের মধ্যে দুজনকে এনআইসিইউতে এবং অন্য দুজনকে মায়ের কাছে রাখা হয়েছে।
কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন জানান, সাদিয়া আক্তার ও তার চার সন্তান চিকিৎসক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Exit mobile version