আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টিপু মুনশিকে নেওয়া হলো ডিবিতে
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
র্যাবের হাতে গ্রেফতার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আছেন। তাকে ডিএমপির বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক মন্ত্রী টিপু মুনশি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তাকে বাড্ডা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ আদালতে নেওয়া হবে।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, সাবেক মন্ত্রী টিপু মুনশিকে বাড্ডা থানায় সুমন সিকদার নামের একজন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি স্মরণী রাস্তার ওপর আসামিদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে মো. সুমন সিকদারকে হত্যা করে। এর আগে গত বুধবার দিনগত রাতে রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
গত ২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট স্থগিত করতে বলে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
টিপু মুনশি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ ও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবারের রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের এমপি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.