আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর আহমেদ, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ আলমের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ আগস্ট) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এই তিন সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থপাচার, প্রকল্পের অর্থ লোপাট, কাবিখা-কাবিটার অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

Exit mobile version