আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাসহ আরও ৮ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে, অতিরিক্ত আইজিপি ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা ফারুক আহমেদ, মো. ইসরাইল হাওলাদার, খোন্দকার নাজমুল হাসান, মো. মাসুদ করিম ও মো. শওকত আলীকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

Exit mobile version