নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলের নিরাপত্তা বাড়াতে কেপিআই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পাশাপাশি তিনি বলেছেন মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে। আজ রোববার আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল আবার চালু হয়েছে। আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশে ছাড়ে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।
রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পাশাপাশি মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেন।
কোটা সংস্কার ঘিরে আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। সেদিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। ১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালুর পরিকল্পনা ছিল। কিন্তু তখন মেট্রোরেল চালু না হওয়ার কারণ ছিল নিম্ন পর্যায়ের কর্মীদের কর্মবিরতি। দাবি পূরণের বিষয়ে আশ্বাসের পর মেট্রোরেলের কর্মচারীরা ২০ আগস্ট থেকে কাজে যোগ দেন।
ফাওজুল কবির খান বলেন, এ সরকার দুর্বল সরকার নয়। ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের ফসল এ সরকার। বিগত সরকারের আমলের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিভিন্ন খাতে সংঘটিত বৈষম্য রোধে বর্তমান সরকারকে ন্যূনতম কিছু সময় দেওয়ার আহ্বান জানান এই উপদেষ্টা।
মেট্রোরেলের নিরাপত্তা বৃদ্ধি করতে এই পরিবহন ব্যবস্থাকে ‘এসেনশিয়াল সার্ভিস’ (অত্যাবশকীয় পরিষেবা) হিসেবে ঘোষণা করা এবং কেপিআই আপডেট করার ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা।
সাধারণত জাতীয় অর্থনীতি কিংবা প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনায় কী পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই নিরাপত্তাব্যবস্থা রাখা হয়।