আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রামসহ ২ বিভাগে ভারী বৃষ্টির আভাস
প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আবারও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৪ আগস্ট) আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ২৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। এর আগে এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি ও উজানের পানিতে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com