আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
প্রকাশের তারিখঃ ১ মে, ২০১৮
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়ির চাপায় রাকিব (২৫) নামের এক ডাম্প ট্রাক চালক নিহত হয়েছেন।
নিহত রাকিব উপজেলার খোঁজেখানি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাওনা-শ্রীপুর সড়কের ভাংনাহাটি নিউহোপ কারখানার সামনে এ ঘটনা ঘটে। এসময় পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়িটি স্থানীয়দের সহায়তায় আটক করে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান,মঙ্গলবার সন্ধ্যার সময় একটি ডাম্প ট্রাকের চাকা শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি এলাকায় বিকল হয়। এসময় গাড়ির চালক রাকিবও তার সহযোগী মিলে চাকা মেরামতের সময় শ্রীপুরগামী একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.