আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে সোনা বানু বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের খুদিয়াকান্দা গ্রামের মোরাদুজ্জামান মুরাদের স্ত্রী সোনা বানু বেগম (৪৫) বাড়ির আঙ্গিনায় বৃষ্টিতে ভিজে ঝাড়ু দিয়ে কাজ-কর্ম করছিলেন। এ সময় আকস্মিক তার ওপর বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version