গাজীপুর সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০১৮
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং অফিসার সকল প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধিসহ নির্বাচনে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘আমরা চাই নির্বাচন উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পূন্ন হোক।
প্রথমে সকাল ১০টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন তার কিছুক্ষন পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীসহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন।
প্রতীক বরাদ্দ পেয়েছেন যারা, মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মনোনীত পার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্য জোটের পার্থী ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্থী মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পার্থী মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক। একমাত্র স্বতন্ত্র প্রার্থীকে তার পছন্দের প্রতীক টেবিল ঘড়ি দেয়া হয়েছে। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।একই প্রতীকে একাধিক প্রার্থীর দাবী থাকলে সেখানে লটারির মাধ্যমে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রিটার্নিং অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ‘৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।’গত ৩১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ এপ্রিল শেষ হয় মনোনয়নপত্র দাখিলের সময়। তা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ এপ্রিল। ভোট গ্রহণ আগামী ১৫ মে। গাজীপুর সিটির আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫টি। ভোট কক্ষ থাকবে ২ হাজার ৭৬১টি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com